চারটি ঘণ্টা ৫, ৬, ৮ এবং ৯ সেকেন্ড অন্তর বাজে। তারা একসঙ্গে বাজার কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে?
A ১২০ সেকেন্ড
B ১৮০ সেকেন্ড
C ২৪০ সেকেন্ড
D ৩৬০ সেকেন্ড
Solution
Correct Answer: Option D
চারটি সংখ্যা 5, 6, 8, 9-এর LCM বের করি:
5 = 5, 6 = 2×3, 8 = 2³, 9 = 3²
LCM = 2³ × 3² × 5 = 8 × 9 × 5 = 360
তাহলে তারা 360 সেকেন্ড পর আবার একসঙ্গে বাজবে।