কোন কবিতার মাধ্যমে ফররুখ আহমদ প্রথম খ্যাতি অর্জন করেন?
Solution
Correct Answer: Option B
- ফররুখ আহমদ ছিলেন কবি, শিশুসাহিত্যিক
- জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
কর্মজীবন:
- প্রথমে কলকাতার আইজি প্রিজন অফিস এবং সিভিল সাপ্লাই অফিসে কয়েক বছর চাকরি।
- ১৯৪৫ সাল থেকে মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনা।
- দেশভাগের পর ঢাকায় এসে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে স্টাফ শিল্পী হিসেবে যোগদান। সেখানে তিনি জনপ্রিয় খেলাঘর অনুষ্ঠানটি পরিচালনা করতেন।
রাজনৈতিক দর্শন:
- ছাত্রাবস্থায়ই এম.এন. রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন।
- বিভাগোত্তরকালে তিনি পাকিস্তানি আদর্শ ও মুসলিম রেনেসাঁর একজন সমর্থক হন।
সাহিত্যকর্ম:
- কবিতার বই: সাত সাগরের মাঝি, ঝিনুকের গান, ঝড়ের তারা, কবিতাসমগ্র, ইত্যাদি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- গল্পের বই: নদীর গান, বনের গান, পাহাড়ের গান, ইত্যাদি।
- শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা, আমার দেশের গল্প, ইত্যাদি।