কখন দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে?

A গ.সা.গু = ল.সা.গু হলে

B গ.সা.গু = ০ হলে

C গ.সা.গু = ১ হলে

D ল.সা.গু = ১ হলে

Solution

Correct Answer: Option C

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণণীয়ক কেবলমাত্র ১ হলে, ঐ সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলে।
অর্থাৎ, দুটি সংখ্যার গ.সা.গু. ১ হলে তাদেরকে সহ মৌলিক সংখ্যা বলা হয়।

- ৯ এর গুণনীয়কগুলো হচ্ছে: ১, ৩, ৯
- ৩৮ এর গুণনীয়কগুলো হচ্ছে: ১, ২, ১৯, ৩৮
∴ ৯ ও ৩৮ পরস্পর সহমৌলিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions