Solution
Correct Answer: Option A
শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে যে কয়জন কবি বৈষ্ণবপদ রচনা করে খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে গোবিন্দদাস অন্যতম। গোবিন্দদাসও ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন তাই তাঁকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। বৈষ্ণব কবিতার চার মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস৷ তাদের মধ্যে বিদ্যাপতি এবং গোবিন্দদাস লিখেছেন ব্রজবুলি ভাষায়। আর চণ্ডীদাস এবং জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলায়।
- গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম ‘সংগীতমাধব’।
- গোবিন্দদাসের আসল পদবি সেন।
- মিথিলার কবি বিদ্যাপতি ছিলেন গোবিন্দদাসের কাব্যগুরু।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবিরাজ’ উপাধি দেন।
- জীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবীন্দ্র’ উপাধিও প্রদান করেন।