বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া ৬ষ্ঠ ড্রিমলাইনার কোনটি?
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া মোট ড্রিমলাইনার ৬টি ।
- বিমানের বহরে থাকা ছয়টি ৭৮৭ ড্রিমলাইনার হল- আকাশবীণা, হংসবলাকা, গাংচিল, রাজহংস, সোনার তরী ও অচিন পাখি।
- ষষ্ঠ ড্রিমলাইনার হচ্ছে 'অচিন পাখি'।
- এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৮টি
- ২০১৮ ও ২০১৯ সালে নতুন কেনা এসব উড়োজাহাজ বহরে যুক্ত হয়।