Solution
Correct Answer: Option C
উচ্চারণকালে শব্দমধ্যে কোন নির্দিষ্ট স্থানে যদি বিশেষ জোর দেওয়া হয় এবং ফলে ঐ স্থানের অক্ষরটির সাধারণতঃ বাঙলার প্রতি শব্দের আদিতে এবং বাক্যমধ্যে পদগুচ্ছের আদিতে এরূপ শ্বাসাঘাত পড়ে। শ্বাসঘাত প্রধান ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ। এই এই ছন্দে প্রতি পর্বের প্রথমেই শ্বাসাঘাত পড়ে বলে অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দকে ‘শ্বাসাঘাতপ্রধান’ ছন্দ বলে নির্দেশ করেন।