"নবকুমার" কার সৃষ্ট চরিত্র?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B কাজী নজরুল ইসলাম

C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option C

"নবকুমার" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুন্ডলা উপন্যাসের একটি চরিত্র। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রকাশিত হয়। এ উপন্যাসের অন্যান্য চরিত্র-
*কাপালিক- যোগসাধক সন্ন্যাসী, কপালকুণ্ডলার প্রতিপালক ,
*কপালকুণ্ডলা/মৃন্ময়ী- কাপালিক কর্তৃক পালিতা কন্যা, নবকুমারের দ্বিতীয়া স্ত্রী্‌
*অধিকারী- দেবালয়ের সেবক বা পুরোহিত ,
*মতিবিবি/লুৎফউন্নিসা/পদ্মাবতী-নবকুমারের প্রথম পত্নী্‌
*শ্যামাসুন্দরী- নবকুমারের ভগিনী ,
*জাহাঙ্গীর ও মেহেরউন্নিসা- ঐতিহাসিক চরিত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions