- যতীন্দ্রমোহন বাগচীর 'কাজলা দিদি' কবিতাটি 'কাব্যমালঞ্চ' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- কাজলা দিদি' কবিতার বিখ্যাত চরণ 'বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ'।
- 'ফুলের গন্ধে ঘুম আসে না,একলা জেগে রই।' কাজলা দিদি কবিতার চরণ।
- তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যঃ
-লেখা (১৯০৬),
-রেখা (১৯১০),
-অপরাজিতা (১৯১৫),
-বন্ধুর দান (১৯১৮),
-জাগরণী (১৯২২),
-নীহারিকা (১৯২৭)
-মহাভারতী (১৯৩৬)
-কাব্যমালঞ্চ
-নাগকেশর ইত্যাদি।