Solution
Correct Answer: Option B
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে।
- যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন:
- বাঘে ও মহিষে = বাঘে-মহিষে;
- জলে ও স্থলে = জলে-স্থলে।
সে, তুমি ও আমি = আমরা (একশেষ দ্বন্দ্ব);
দম্ (জায়া) ও পতি = দম্পতি (সম্বন্ধবাচক দ্বন্দ্ব);
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ (মধ্যপদলোপী বহুব্রীহি)।