দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি = ক এবং (ক + ১)
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৪১
বা, ক২ + ২ক + ১ - ক২ = ৪১
বা, ২ক = ৪০
বা, ক = ২০
∴ বৃহত্তর সংখ্যাটি = ২১