১৫ জন বালক বা ১০ জন পুরুষ একটি কাজ করে ৩০ দিনে করতে পারে। ১২ জন বালক এবং ৭ জন পুরুষ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে ?
A ২০ দিনে
B ২৫ দিনে
C ১৫ দিনে
D ১৮ দিনে
Solution
Correct Answer: Option A
১৫ জন বালক = ১০ জন পুরুষ
১ জন বালক = ১০/১৫ জন পুরুষ
১২ জন বালক = (১০ × ১২)/১৫ = ৮ জন পুরুষ
১২ জন বালক এবং ৭ জন পুরুষ = (৮ + ৭)= ১৫ জন পুরুষ
১০ জন পুরুষ একটি কাজ করে ৩০ দিনে
১ জন পুরুষ একটি কাজ করে ৩০ × ১০ দিনে
১৫ জন পুরুষ একটি কাজ করে (৩০ × ১০)/১৫ দিনে = ২০ দিনে