একটি কাজ ১২ জন শ্রমিক ১৫ দিনে করতে পারে। ৫ দিন কাজ করার পর ৪ জন শ্রমিক চলে গেল। বাকি কাজ শেষ করতে আরও কত দিন লাগবে?
A ১০ দিন
B ১২ দিন
C ১৫ দিন
D ১৮ দিন
Solution
Correct Answer: Option C
অবশিষ্ট লোক = ১২ - ৪ = ৮ জন
সময় বাকি আছে = ১৫ - ৫ = ১০ দিন
বাকি কাজ,
১২ জন লোক কাজ সম্পন্ন করে = ১০ দিনে
১ জন লোক সম্পন্ন করে = ১২ × ১০ দিনে
৮ জন লোক সম্পন্ন করে = (১২ × ১০)/৮ দিনে
= ১৫ দিনে।