কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
A লোহাতে মরিচা পড়া
B হাইড্রোজেন ও অক্সিজেনে পানি তৈরি করা
C বরফকে পানিতে পরিণত করা
D চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা
Solution
Correct Answer: Option C
যে পরিবর্তনের মাধ্যমে বস্তু কোনো নতুন বস্তুতে পরিণত হয় এবং বস্তুকে তার পূর্ববর্তী অবস্থায় ফিরানো সম্ভব না, বস্তুর সে পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন: লোহার উপর মরিচা পড়া।