৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
Solution
Correct Answer: Option C
১২ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা
∴১ টি কলার ক্রয়মূল্য ৩৬/১২ টাকা
∴২০ টি কলার ক্রয়মূল্য (৩৬×২০)/১২ টাকা=৬০
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০০/ ১২০ টাকা
∴ক্রয়মূল্য ৬০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০×৬০)১২০ টাকা=৭২ টাকা