পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত তিন পুত্রের বয়সের গড় ১(১/২) বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
A ২৮(১/২)
B ৩০ বছর
C ৩১(১/২)
D ৩৬ বছর
Solution
Correct Answer: Option D
মনে করি,
মাতা ও তিন পুত্রের বয়সের গড় x বছর
মাতা ও তিন পুত্রের মোট বয়স (৪ × x)=৪x
পিতা ও তিন পুত্রের বয়সের গড়= x+১(১/২) বছর
=x+৩/২ বছর
পিতা ও তিন পুত্রের মোট বয়স=৪( x+৩/২)বছর
=৪x +১২/২ বছর
=৪ x +৬ বছর
পিতা ও মাতার বয়সের পার্থক্য=৬ বছর
∴পিতার বয়স=৩০+৬ বছর=৩৬ বছর