‘The Abbey of Bliss’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
A যুগালাঙ্গুরীয়
B বিষবৃক্ষ
C আনন্দমঠ
D রজনী
Solution
Correct Answer: Option C
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। নরেন্দ্র সেনগুপ্ত ‘The Abbey of Bliss’ নামে এটির ইংরেজি অনুবাদ করেন।