"মজনু" এর প্রকৃত নাম কি?

A সুলতান

B কায়েস

C ওমর

D মাসুদ

Solution

Correct Answer: Option B

দৌলত উজির বাহরাম খান বিরচিত লায়লী-মজনু কাব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে। এ কাব্যে আমির পুত্র কয়েস বাল্যকালে বণিক-কন্যা লায়লীর প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয়। এই কাহিনীর মূল উৎস আরবি লোকগাঁথা। কবি দৌলত উজির বাহরাম খান রচিত লায়লী-মজনু কাব্য পার্সিয়ান তথা ইরানি কবি জামীর লায়লী-মজনু নামক কাব্যের ভাবানুবাদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions