১৮৬০ সালে ঢাকার আজিমপুরে স্থাপিত ঢাকার প্রথম ছাপাখানা হলো -
A রংপুর প্রেস
B বার্তাবহ যন্ত্র
C বাংলা প্রেস
D শ্রীরামপুর মিশন প্রেস
Solution
Correct Answer: Option C
১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ব্রজসুন্দর মিত্র। ১৮৬৬ সাল পর্যন্ত ঢাকা মাত্র তিনটি ছাপাখানা ছিল। এই বাংলা যন্ত্রে ১৮৬০ সালে দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ ছাপা হয়। ছাপাখানাটির সঙ্গে ঢাকার সাহিত্য বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে। ঢাকার প্রথম সাহিত্য পত্রিকা ‘কবিতাকুসুমাবলী’ এই প্রেস থেকেই ছাপা হয়। ‘ঢাকা প্রকাশ’ ছিল সে যুগে ঢাকার বিখ্যাত সংবাদ সাময়িকী। ঢাকা প্রকাশের অফিসও ছিল বাংলা যন্ত্রের কার্যালয়ে।