Solution
Correct Answer: Option B
কামরুল হাসান প্রখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি খুব বিখ্যাত। তাঁর চিত্রিত অন্যান্য উল্লেখযোগ্য শিল্পকর্ম- গুন টানা, তিন কন্যা, নবান্ন, গরুর শান ইত্যাদি।