নিচের কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করা হয়?
Solution
Correct Answer: Option D
- পোটেনশিওমিটার (Potentiometer) একটি যন্ত্র যা মূলত তড়িৎচালক শক্তি (এমএমএফ) বা ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
- এটি খুবই সঠিকভাবে কোনো কোষ বা বৈদ্যুতিক উৎসের তড়িৎচালক শক্তি নির্ণয় করতে সাহায্য করে।
- পোটেনশিওমিটার একটি রেফারেন্স ভোল্টেজ বা মানের সাথে তুলনা করে কাজ করে, যার মাধ্যমে তড়িৎচালক শক্তি পরিমাপ করা হয়।