ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "বোধদয়" গ্রন্থ শুরু করেন-

A গীতার শ্লোক দিয়ে

B পদার্থের সংজ্ঞা দিয়ে

C সরকারের সমালোচনা করে

D বিধবা বিবাহের পক্ষে যুক্তি দিয়ে

Solution

Correct Answer: Option B

-বোধোদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি অনুবাদগ্রন্থ।
-এটি ১৯৫১ সালে প্রকাশিত হয়।
-'‌বোধোদয়'‌–‌এ বিজ্ঞানের নানা বিষয়ের ওপর লেখা আছে।
-জড়পদার্থ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, মানবজাতি,
-পঞ্চ ইন্দ্রিয়, ধাতু, কৃষিকর্ম, জল, নদী, সমুদ্র অর্থাৎ প্রাণিবিদ্যা,
-উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ভূবিদ্যা ইত্যাদি বিষয়ে প্রবন্ধ এতে স্থান পেয়েছে।
-তাঁর রচিত অন্যান্য অনুবাদ গ্রন্থ- বাঙ্গালার ইতিহাস, জীবনচরিত, নীতিবোধ , কথামালা, চরিতাবলী, ভ্রান্তিবিলাস ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions