আবিরার ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১.৫ মিটার।তার বি এম আই কত?

A ২৪.৭

B ২৫.৭

C ২৬.৭

D ২৭.৭

Solution

Correct Answer: Option C

Body Mass Index (BMI) হল প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন ও উচ্চতার ভিত্তিতে স্থুলতা নির্ণয়ের একটি নির্ভরযোগ্য ও 
সর্বাধিক প্রচলিত সূচক বা পন্থা, যা ব্যক্তির ওজনাধিক্যের ধরণ নির্দেশ করে নানা স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি হতে রক্ষা করে।
বি. এম. আই= ওজন (কেজি)/উচ্চতা (মিটার)২।
                = ৬০/১.৫²
                =২৬.৬৬ বা  ২৬.৭।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions