Solution
Correct Answer: Option C
'বাংলাদেশ' কবিতাটি আলতাফ মাহমুদের অনিঃশেষ কাব্যগ্রন্থ থেকে নেয়া। তাঁর রচিত অন্যান্য কাব্য- কবিতাবলী (১৩৩২ বঙ্গাব্দ?), উপহার (১৩৩৪ বঙ্গাব্দ), খসড়া (১৯৩৮), এক মুঠো (১৯৩৯), মাটির দেয়াল (১৯৪২), অভিজ্ঞান বসন্ত (১৯৪৩) ইত্যাদি।