বিশ্বে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট কোন মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা নির্মিত?
Solution
Correct Answer: Option B
- বিশ্বে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
- এর নাম স্টারশিপ। এর দুটি অংশ।
- একটি হচ্ছে 'সুপার হেভি বুস্টার' নামের তরল গ্যাসের জ্বালানিচালিত রকেট। আর অপর অংশটি হল 'স্টারশিপ' নামের মহাকাশযান যা এই 'সুপার হেভি বুস্টারের ওপর বসানো আছে।
- স্টারশিপ রকেট ১০০ টনের বেশি যন্ত্রপাতি বা ১০০ জন আরোহী বহন করতে পারে। আর সুপার হেভি বুস্টারে আছে ৩৩ টি ইঞ্জিন, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।