১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ ∶ ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
Solution
Correct Answer: Option C
ধরি,A ও B এর বর্তমান বয়স ৩ক ও ৪ক বছর
প্রশ্নমতে,(৩ক-১০)=(১/২)(৪ক-১০)
বা,৬ক-২০=৪ক-১০
বা,৬ক-৪ক=-১০+২০
বা,২ক=১০
∴∴ক=৫
∴তাদের বর্তমান মোট বয়স=(৩×৫)+(৪×৫)
=১৫+২০=৩৫ বছর