পল্লী কবি জসীমউদ্দীনের উপন্যাস মোট কয়টি?
Solution
Correct Answer: Option A
পল্লী কবি জসীমউদ্দীনের উপন্যাস একটি। উপন্যাসটির নাম- বোবা কাহিনী। এটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- রাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানখেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), হাসু (১৯৩৮), রুপবতি (১৯৪৬), মাটির কান্না (১৯৫১), এক পয়সার বাঁশী (১৯৫৬) ইত্যাদি।