শ্রী চৈতন্যদেবের জীবনকাল নিম্নের কোনটি ?
A ১৪৯৩-১৫৩০
B ১৫০০-১৫৫৩
C ১৪৭৭-১৪৮৬
D ১৪৮৬-১৫৩৩
Solution
Correct Answer: Option D
বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদেব। তাঁর জন্মকাল ১৪৮৬ সাল এবং মৃত্যু ১৫৩৩ সালে। তিনি নিজে বাংলা ভাষায় কোনো সাহিত্য রচনা করেন নি তবে ষোড়শ শতাব্দীতে তাঁকে ঘিরে তৈরি হয়েছে বাংলা ভাষায় জীবনী সাহিত্য। তিনি বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন।