'দ্য বোনস অব গ্রেস' উপন্যাসটি কে লিখেছেন?
A তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B তাহমিমা আনাম
C জোবেদা খানম
D ডিরোজিও
Solution
Correct Answer: Option B
- তাহমিমা আনাম যুক্তরাজ্য প্রবাসী একজন বাংলাদেশি লেখিকা এবং ঔপন্যাসিক।
- তিনি প্রথম বাংলাদেশি যিনি ইংরেজি ভাষায় উপন্যাস রচনায় তার সিদ্ধির প্রমাণ রেখেছেন।
- জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন প্যারিস, নিউইয়র্ক ও ব্যাংককে।
- কেমব্রিজ ও ম্যাসাচুসেটসে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল অ্যানথ্রপোলজিতে পিএইচডি অর্জন করেছেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- এ গোল্ডেন এজ;
- দ্য গুড মুসলিম;
- দ্য বোনস অব গ্রেস ইত্যাদি