কার সহায়তায় 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' নামে সাহিত্য ও বিতর্ক সংঘ প্রতিষ্ঠা হয়?

A প্যারিচাঁদ মিত্র

B ডিরোজিও

C সুকুমার রায়

D তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

- ডিরোজিও ছিলেন একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
- তরুণ হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও ১৮২৬ সালে মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।
- তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তাঁর পাঠদানের পদ্ধতি ছিল তাঁর ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতামুক্ত।
- ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও ।
- তার শিষ্য তথা এ আন্দোলনের অনুসারীদের মধ্যে রয়েছে- রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মজুমদার, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার প্রমুখ ।
- তাঁর সহায়তায় ১৮২৮ সালে তারা ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামে তাদের নিজস্ব একটি সাহিত্য ও বিতর্ক সংঘ প্রতিষ্ঠা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions