বিমল মিত্র রচিত প্রথম উপন্যাস কোনটি? 

A এই নরদেহ

B কড়ি দিয়ে কিনলাম

C একক দশক শতক

D চাই 

Solution

Correct Answer: Option D

- বিমল মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক।
- তার প্রথম উপন্যাস 'চাই'।
- 'সাহেব বিবি গোলাম' উপন্যাস তার অন্যতম গ্রন্থ।
- তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে 'কড়ি দিয়ে কিনলাম', 'একক দশক শতক', 'চলো কলকাতা' 'পতি পরম গুরু' ইত্যাদি।
- প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার 'কড়ি দিয়ে কিনলাম' গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন্য।
- এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।
- শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন।

তাঁর রচিত উপন্যাসঃ
- চাই 
- একক দশক শতক
- সাহেব বিবি গোলাম
- কড়ি দিয়ে কিনলাম
- এই নরদেহ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions