নিচের কোনটি 'ফ্যাকাসে' শব্দের প্রকৃতি-প্রত্যয়?
Solution
Correct Answer: Option C
- 'ফ্যাকাসে' শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে 'ফিকা + সে'।
- এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
• তদ্ধিত প্রত্যয়: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
- যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম-প্রকৃতিও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া- প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম-প্রকৃতি।
• বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় ৩ প্রকার।
১) বাংলা তদ্ধিত প্রত্যয়।
২) বিদেশি তদ্ধিত প্রত্যয়।
৩) তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
সোর্স: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।