একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ৫১৮০ বর্গমিটার। বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
বাগানের ক্ষেত্রফল = ৫১৮০ বর্গমিটার
তাহলে,
বাগানের এক বাহুর দৈর্ঘ্য = √৫১৮০ মিটার
= ৭২ মিটার
এখন,
বাগানটির পরিসীমাই হবে বাগানটির বেড়ার দৈর্ঘ্য।
∴ বাগানটির পরিসীমা = চার বাহুর সমষ্টি
= (৪ × ৭২) মিটার
= ২৮৮ মিটার
∴ বেড়ার দৈর্ঘ্য ২৮৮ মিটার।