একটি ছবি ৯.২ × ১২ ইঞ্চি মাপের একটি শীট কাগজে কপি করা হলো। ছবিটির প্রতিপার্শ্বে ২.৫ ইঞ্চি করে মার্জিনের ফাঁকা জায়গা রয়েছে। তাহলে ছবিটি কত বর্গ ইঞ্চি জায়গা দখল করেছে?

A ২১.৫ বর্গ ইঞ্চি

B ২৫.৩ বর্গ ইঞ্চি

C ২৯.৪ বর্গ ইঞ্চি

D ৩৮.৫ বর্গ ইঞ্চি

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
কাগজের দৈর্ঘ্য = ১২ ইঞ্চি
কাগজের প্রস্থ = ৯.২ ইঞ্চি

মার্জিন বাদে কাগজের দৈর্ঘ্য = ১২ - (২ × ২.৫) = ৭ ইঞ্চি
মার্জিন বাদে কাগজের প্রস্থ = ৯.২ - (২ × ২.৫) = ৪.২ ইঞ্চি

∴ মার্জিন বাদে কাগজের ক্ষেত্রফল = ৭ × ৪.২ = ২৯.৪ বর্গ ইঞ্চি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions