নাটগুরু বলা হয় কাকে?

A রামনারায়ণ তর্করত্ন

B গিরিশচন্দ্র ঘোষ

C দিজেন্দ্রলাল রায়

D মাইকেল মধূসুদন দত্ত

Solution

Correct Answer: Option B

গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট। ১৮৭২ সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। গিরিশচন্দ্র প্রায় চল্লিশটি নাটক রচনা করেছেন এবং ততোধিক সংখ্যক নাটক পরিচালনা করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক- রাবণবধ (১৮৮১), সীতার বনবাস, লক্ষ্ণণ বর্জন, সীতাহরণ, পান্ডবের অজ্ঞাতবাস ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions