একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়?
A অক্সানোমিটার
B পটোমিটার
C ক্যালোরিমিটার
D স্ফিগমোম্যানোমিটার
Solution
Correct Answer: Option B
- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম 'অক্সানোমিটার '
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ পরিমাপক ক্যালোরিমিটার(calorimeter)
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম 'স্ফিগমোম্যানোমিটার'
- তাপ পরিমাপক যন্ত্রের নাম 'ক্যালরিমিটার '
- পটোমিটার ব্যবহার করা হয় একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য।