নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?
A ভিটামিন এ
B ভিটামিন সি
C আয়োডিন
D প্রোটিন
Solution
Correct Answer: Option C
আয়োডিন একটি রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ উপাদান থাইরয়েড হরমোন তৈরি করে। সাধারণত সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। তেজষ্ক্রিয় আয়োডিন দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়।