রবীন্দ্রনাথের পর কাদেরকে বাংলা ভাষার প্রধান কবি বলা হয়?
Solution
Correct Answer: Option C
- বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপান্ডব বলা হয়।
- রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি।
- তারা হচ্ছেনঃ বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪), জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী(১৯০১ - ১৯৮৭) এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা।