'ক্রন্দসী' কাব্যগ্রন্থটি কার রচিত? 

A প্যারীচাঁদ মিত্র

B বিষ্ণু দে

C জীবনানন্দ দাশ

D সুধীন্দ্রনাথ দত্ত

Solution

Correct Answer: Option D

সুধীন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তার কবিতার ভিত্তিভূমি। তাঁর উল্লেখযোগ্য রচনা-
-তন্বী (১৯৩০)
-অর্কেষ্ট্রা (১৯৩৫)
-ক্রন্দসী (১৯৩৭)
-উত্তর ফাল্গুনী (১৯৪০)
-সংবর্ত (১৯৫৩)
-দশমী (১৯৫৬) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions