বুদ্ধদেব বসু কত সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন? 

A ১৯৩৭ 

B ১৯৩৮ 

C ১৯৪২ 

D ১৯৪৩ 

Solution

Correct Answer: Option C

- বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর ।
- ঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা 'প্রগতি' (১৯২৭-২৯) ও কলকাতা থেকে তাঁর ও প্রেমেন্দ্র মিত্রের যৌথ সম্পাদনায় ত্রৈমাসিক 'কবিতা' (১৯৩৫) এবং হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক 'চতুরঙ্গ' (১৯৩৪) পত্রিকা সম্পাদনা করেন।
- জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় তিনি ‘বাসন্তিকা’ পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন।
- ১৯৪২ সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন।

তার রচিত উল্লেখযোগ্য রচনাবলীঃ
গল্পগ্রন্থ:
- ‘অভিনয়,
- অভিনয় নয়' (১৯৩০),
- ‘রেখাচিত্র’ (১৯৩১), '
- হাওয়া বদল' (১৯৪৩),
- 'হৃদয়ের জাগরণ (১৯৬১),
- ‘ভালো আমার ভেলা’ (১৯৬৩),
- ‘প্রেমপত্র’ (১৯৭২)।

প্রবন্ধগ্রন্থ:
- ‘হঠাৎ আলোর ঝলকানি’ (১৯৩৫),
- ‘কালের পুতুল' (১৯৪৬),
- ‘সাহিত্যচর্চা' (১৯৫৪),
- ‘স্বদেশ ও সংস্কৃতি’ (১৯৫৭),
- ‘সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৩)।

স্মৃতিকথা:
- ‘আমার ছেলেবেলা’ (১৯৭৩),
- ‘আমার যৌবন' (১৯৭৬)।

ভ্রমণ কাহিনী:
- ‘সব পেয়েছির দেশে’ (১৯৪১),
- ‘দেশান্তর’ (১৯৬৬)।

সম্পাদনা: ‘আধুনিক বাংলা কবিতা' (১৯৬৩)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions