তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান --
A হ্রাস পায়
B বৃদ্ধি পায়
C অপরিবর্তিত থাকে
D হ্রাস পায় আবার বৃদ্ধি পায়
Solution
Correct Answer: Option A
- তরলের পৃষ্ঠটান হলো তরলের পৃষ্ঠের প্রতি ইউনিট দৈর্ঘ্যে যে টান বল কাজ করে।
- তাপমাত্রা বাড়লে তরলের অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। ফলে, তাদের মধ্যকার আকর্ষণ শক্তি কমে যায়।
- এই কারণে তরলের পৃষ্ঠের অণুগুলো তরলের ভেতরের অণুগুলোর তুলনায় কম আকৃষ্ট হয়।
- এর ফলে পৃষ্ঠটান হ্রাস পায়।