যেসব ব্যাঞ্জনধ্বনির উচ্চারণে জিভ মুখের ভেতরে কন্ঠ, তালু, মুর্ধা, দন্ত, ওষ্ঠ, প্রভৃতি কোন কোন না কোন স্থান স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক হতে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions