ফরাসি ও ইংরেজি ভাষার অনুদিত সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসের নাম-
Solution
Correct Answer: Option C
লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়। ওয়ালীউল্লাহ এই উপন্যাসের জন্যে ১৯৬১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। উপন্যাসটি উর্দু, ফরাসি, ইংরেজি ও ভাষায় অনুবাদ করা হয়েছে।
তার উপন্যাসগুলো হলো :
- লালসালু
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো
তার নাটকগুলো হলো :
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু
- সুড়ঙ্গ