কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

A কাঁদো নদী কাঁদো

B দুই সৈনিক

C রাইফেল রোটি আওরাত

D নেকড়ে অরণ্য

Solution

Correct Answer: Option A

কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস। আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কদর্য এশীয়, ফাল্গুন (২০০৬) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions