Solution
Correct Answer: Option B
War-crime শব্দটির পারিভাষিক বাংলা অর্থ হলো – যুদ্ধাপরাধ।
- War-crime বলতে বোঝায় কোনো যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন বা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ।
- বাংলায় এর পারিভাষিক রূপ হলো যুদ্ধাপরাধ।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ –
* যুদ্ধনীতি → War strategy / Policy
* যুদ্ধবিরতি → Ceasefire / Armistice
* রণক্ষেত্র → Battlefield