কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?

A মধ্য ইউরোপের সমভূমি

B সিন্ধু সমভূমি

C টাইগ্রিস সমভূমি

D হোয়াংহো সমভূমি

Solution

Correct Answer: Option A

- পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো মধ্য ইউরোপের সমভূমি। ইউরাল পর্বত থেকে শুরু করে পিনেরীজ পর্বতমালা এবং দক্ষিণে আপ্লস পর্বত থেকে উত্তরদিকে স্ক্যান্ডেনিভিয়া পর্যন্ত এই সমভূমি বিস্তৃত৷

- পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি 'গঙ্গার বদ্বীপ সমভূমি'। 

- বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল 'প্লাবন সমভূমি' । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions