যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে কী বলে?
A নিত্য দ্বন্দ্ব
B বহুপদী দ্বন্দ্ব
C একশেষ দ্বন্দ্ব
D অলুক দ্বন্দ্ব
Solution
Correct Answer: Option D
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস।
যেমন:
গরুর গাড়ি = গরুর গাড়ি;
কলুর বলদ = কলুর বলদ।
গাছে পাকা = গাছপাকা (৭মী তৎপুরুষ সমাস);
গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া (৫মী তৎপুরুষ সমাস);
ধানের ক্ষেত = ধানক্ষেত (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)।