যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ লোপ পায়, তাকে কী বলে?
A উপমান কর্মধারয়
B উপমিত কর্মধারয়
C মধ্যপদলোপী কর্মধারয়
D রূপক কর্মধারয়
Solution
Correct Answer: Option C
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের এক বা একাধিক পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী পদটি সমস্তপদের অর্থকে স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণস্বরূপ, 'সিংহ চিহ্নিত আসন = সিংহাসন'।
- এখানে 'চিহ্নিত' মধ্যপদটি লোপ পেয়ে 'সিংহাসন' সমস্তপদটি গঠিত হয়েছে।