কোন সাহিত্যিক তুরস্কের সুলতান কর্তৃক "গাজী" উপাধি লাভ করেন?
A সৈয়দ মুজতবা আলী
B সরদার জয়েন উদ্দিন
C ্সিকান্দার আবু জাফর
D ইসমাইল হোসেন সিরাজী
Solution
Correct Answer: Option D
১৯১২ সালে বলকান যুধের সময় তুরস্ককে সাহায্য করার জন্য ভারতবর্ষ থেকে মেডিকেল টিম পাঠানো হয়। ইওসামাইল হোসেন সিরাজী সে টিমের অর্ন্তভুর্ক্ত ছিলেন। আহত সোইনিকদের সেবা করার জন্য তিনি তুরস্কের সুলতান কর্তৃক গাজী উপাধিতে ভূষিত হন।