সব্যসাচী লেখক কে?

A সিকান্দার আবু জাফর

B সৈয়দ ওয়ালীউল্লাহ

C সৈয়দ শামসুল হক

D সৈয়দ মুজতবা আলী

Solution

Correct Answer: Option C

- সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক। সব্যসাচী অর্থ যার দুই হাত সমানভাবে চলে।
- সাতিহ্যের সকল শাখায় সমানভাবে যে লেখকের পদচারণা রয়েছে তিনিই সব্যসাচী লেখক।

- অন্যান্য সব্যসাচী লেখক হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions