'বিষাদ সিন্ধু' একটি -

A গবেষণা গ্রন্থ

B ধর্ম বিষয়ক গ্রন্থ

C ইতিহাস আশ্রয়ী উপন্যাস

D আত্মজীবনী

Solution

Correct Answer: Option C

'বিষাদ সিন্ধু'(১৮৮৫-১৮৯১) মীর মশাররফ হোসেনের একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। এই উপন্যাসের চরিত্র: ইয়াজিদ, ইমাম হোসেন, মাওয়ান, ইমাম হাসান, জোবেদা ইত্যাদি। এটি একটি ঐতিহাসিক উপন্যাস ।

মীর মশাররফ হোসেন এর অন্যান্য রচনা:
কাব্যগ্রন্থ:
- মোসলেম বীরত্ব
- গড়াই ব্রিজ বা গৌরী সেতু 

উপন্যাস:
- রত্নাবতী
- বিষাদ সিন্ধু
- গাজী মিয়ার বস্তানী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions